মুশফিক দেখেই প্যানিকড হচ্ছেন না মুমিনুল
ঢাকা টেস্টের প্রথম দিনের বাকি তখন এক ওভার। শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম তখন অপরাজিত ৯৩ রানে। অনেকেই ভেবেছিলেন সেঞ্চুরিটা বোধ হয় হয়েই যাবে এদিন তার। তবে হয়নি। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে।