‘টস জিতে ফিল্ডিং কেন নিয়েছি টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। সহজে জিতে গেলেও নেদারল্যান্ডসের মতো অপেক্ষাকৃত খর্ব শক্তির দলের বিপক্ষে বাংলাদেশের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। গণমাধ্যম সামলাতে আসা তানজিদ হাসান তামিম অবশ্য টসের দায় নেননি। এই দায়ভার তিনি ছেড়েছেন টিম ম্যানেজমেন্টের ওপর।