আরেক ধাপ এগোতেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত রাজ্জাকের
সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে কাজ করেছেন আব্দুর রাজ্জাক। সাড়ে চার বছরের বেশি সময় পর নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই স্পিনার। বিসিবির নির্বাচনে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা হতে পরিচালক পদে লড়বেন রাজ্জাক।