ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না: মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল সফরকারীরা। তিন ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল সফরকারীরা। তিন ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। পুরো সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজ হারের পর সরাসরি ব্যাটারদের দুষলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের অধিনায়কের উপলদ্ধি ব্যাট হাতে দায়িত্ব নেননি দলের ব্যাটাররা।
সিরিজে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। তৃতীয় ওয়ানডেতে হাশমতউল্লাহ শহীদির দল জিতেছে ২০০ রানের বড় ব্যবধানে। এ দিন ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সাইফ হাসানের ৪৩ রানের ইনিংসটি ছাড়া আর কিছুই ছিল না উল্লেখ করার মতো। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন তিন উইকেট। বিলাল সামি নেন পাঁচ উইকেট। সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। সাধারণত এধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে।
চলতি বছরের মে মাসে রাজশাহীতে হয়েছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজ। কয়েক মাসের ব্যবধানে আরেকটি সিরিজ আয়োজনের সুযোগ পাচ্ছে তারা। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে রাজশাহীতে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীর সঙ্গে বগুড়াতেও রাখা হয়েছে আজিজুল হক তামিম-জাওয়াদ আবরারদের ম্যাচ।
ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না আবার বোলিং ভালো হওয়ার দিনে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের। দুটোই যেদিন ভালো হয় সেদিন ফিল্ডিংয়ে প্রত্যাশা মেটাতে পারেন না ক্রিকেটাররা। যার ফলে ওয়ানডে ক্রিকেটে নিজেদের খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজরা সরাসরি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিশাদ অবশ্য এসব কিছু একদমই চিন্তা করছেন না। বরং ডানহাতি লেগ স্পিনার জানালেন, তিন বিভাগেই একসঙ্গে জ্বলে উঠতে পারলে বাংলাদেশের সামনে ভারত, অস্ট্রেলিয়ার কেউই দাঁড়াতে পারবে না।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।
ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অল আউট হয়েও দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ নারী দল। ১০৩ রানে ৬ উইকেট ফেলে দিয়ের জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। এবার সাউথ আফ্রিকার বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
আবারও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। গত মৌসুমের ফাইনালে তারা ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার তারা শিরোপা ঘরে তুলেছে খুলনা বিভাগকে হারিয়ে। দলটির শিরোপা জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন রংপুর অধিনায়ক আকবর আলী।
নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবে তার অধীনে বাংলাদেশ দলের পারফরম্যান্স তলানিতে। টানা দুটি সিরিজে হেরেছে বাংলাদেশ দল। আর তাতেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সরাসরি খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শনিবার এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন রহমত শাহ। তবে ৯ উইকেট পতনের পর আবারও ব্যাট হাতে নামেন তিনি। তবে মাত্র একটি বল খেলেই ব্যথায় নুইয়ে পড়েন রহমত। এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি।