‘জাতীয় ক্রিকেটার হিসেবে সামাজিক মাধ্যমে এসবের জবাব দেয়া উচিত নয়’
আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ক্রিকেটাররা। বিভিন্ন ক্রিকেটারকে লক্ষ্য করে বাজে মন্তব্য করায় কষ্ট পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখান নাইম শেখ। তবে আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসবে জবাব দেয়ার পক্ষে নন ফিল সিমন্স। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ জানান, বর্ণবাদমূলক কোনো আচরণ করা হলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।