ভারত-পাকিস্তান ম্যাচে ‘সীমা অতিক্রম’ করতে মানা করলেন ওয়াসিম

বাবর আজম ও রোহিত শর্মা, ফাইল ফটো
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চলা রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতেই হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।

promotional_ad

টুর্নামেন্টের সূচি এমনভাবে সাজানো হয়েছে যে শুধু গ্রুপ পর্বেই নয়, সুপার ফোর ও ফাইনালেও আরও দুবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। তবে মাঠের বাইরে উত্তেজনা এখনো তীব্র। এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়।


আরো পড়ুন

‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার

১০ আগস্ট ২৫
জসপ্রিত বুমরাহ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সম্প্রতি বলেন, 'আমি নিশ্চিত, ম্যাচগুলো দারুণ উপভোগ্য হবে। ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচই তো এমন হয়। তবে আশা করি, খেলোয়াড় আর সমর্থক, সবাই সংযত থাকবে এবং কেউ সীমা অতিক্রম করবে না।'


'ভারত-পাকিস্তানের ম্যাচ সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখে। ভারতীয়রা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের জয় দেখতে চায়, পাকিস্তানি ভক্তরাও ঠিক তেমনই। আবেগ থাকবে, তবে সংযতও থাকতে হবে।'


promotional_ad



আরো পড়ুন

৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার

১৫ ঘন্টা আগে
সূর্যকুমার যাদব, ফাইল ফটো

ক্রিকেটীয় ব্যাখ্যায় আকরাম মনে করেন ভারত কিছুটা এগিয়ে থাকবে সাম্প্রতিক ফর্মের কারণে। তার ভাষ্য, 'ভারত সম্প্রতি ভালো খেলছে, ওরাই ফেভারিট। কিন্তু সেদিন যে দলটা চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।'


এবারের এশিয়া কাপে পাকিস্তান দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ব্যাটাররা। বাবরকে দলে না পাওয়া কিছুটা হতাশ করেছে আকরামকে। তবে তরুণদের ওপর আস্থা রাখছেন তিনি। একইসাথে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচও চান তিনি।


'ব্যক্তিগতভাবে আমি বাবর আজমকে খেলতে দেখতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু ও নেই, এখন স্কোয়াডে থাকা তরুণদেরই দায়িত্ব নিতে হবে। আমার আশা, ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ খেলুক। অনেক বছর হয়ে গেছে। হলে সেটা দুই দেশের সমর্থকদের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত হবে।'


ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball