ভারত-পাকিস্তান ম্যাচে ‘সীমা অতিক্রম’ করতে মানা করলেন ওয়াসিম

ছবি: বাবর আজম ও রোহিত শর্মা, ফাইল ফটো

টুর্নামেন্টের সূচি এমনভাবে সাজানো হয়েছে যে শুধু গ্রুপ পর্বেই নয়, সুপার ফোর ও ফাইনালেও আরও দুবার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। তবে মাঠের বাইরে উত্তেজনা এখনো তীব্র। এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়।
‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার
১০ আগস্ট ২৫
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সম্প্রতি বলেন, 'আমি নিশ্চিত, ম্যাচগুলো দারুণ উপভোগ্য হবে। ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচই তো এমন হয়। তবে আশা করি, খেলোয়াড় আর সমর্থক, সবাই সংযত থাকবে এবং কেউ সীমা অতিক্রম করবে না।'
'ভারত-পাকিস্তানের ম্যাচ সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখে। ভারতীয়রা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের জয় দেখতে চায়, পাকিস্তানি ভক্তরাও ঠিক তেমনই। আবেগ থাকবে, তবে সংযতও থাকতে হবে।'

৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার
১৫ ঘন্টা আগে
ক্রিকেটীয় ব্যাখ্যায় আকরাম মনে করেন ভারত কিছুটা এগিয়ে থাকবে সাম্প্রতিক ফর্মের কারণে। তার ভাষ্য, 'ভারত সম্প্রতি ভালো খেলছে, ওরাই ফেভারিট। কিন্তু সেদিন যে দলটা চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।'
এবারের এশিয়া কাপে পাকিস্তান দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ব্যাটাররা। বাবরকে দলে না পাওয়া কিছুটা হতাশ করেছে আকরামকে। তবে তরুণদের ওপর আস্থা রাখছেন তিনি। একইসাথে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচও চান তিনি।
'ব্যক্তিগতভাবে আমি বাবর আজমকে খেলতে দেখতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু ও নেই, এখন স্কোয়াডে থাকা তরুণদেরই দায়িত্ব নিতে হবে। আমার আশা, ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ খেলুক। অনেক বছর হয়ে গেছে। হলে সেটা দুই দেশের সমর্থকদের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত হবে।'
ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।