ক্যারিবিয়ান দীপপুঞ্জে কীভাবে বোলিং করতে হয় জানা আছে: সাকিব

সাকিব আল হাসান, ফাইল ফটো
প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান। আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি।

promotional_ad

ব্যাট হাতে সাকিব করেন ৩৭ বলে অপরাজিত ৫৮ রান। তার ইনিংসেই ভর করে দল তোলে ১৬৫ রানের সম্মানজনক সংগ্রহ। এরপর বল হাতে নিয়েও সমান কার্যকর ছিলেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।


আরো পড়ুন

‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’

৫ ঘন্টা আগে
উইকেট পেয়ে সাকিব আল হাসানের উদযাপন

এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। পুরস্কারস্বরূপ পেয়েছেন এক হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।


পুরস্কার গ্রহণের পর সাকিব বলেন, '২০০৭ থেকে ক্যারিবিয়ান দীপপুঞ্জে আমি অনেকবারই এসেছি। এটা আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমি এখানকার কন্ডিশন বেশ ভালোভাবেই জানি। আমি জানি এখানে কেমন বল করতে হয়। বিশেষ করে অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে আগে খেলাটা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। অবশ্যই দলকে ব্যাটে বলে সাহায্য করতে পেরে আমার বেশ ভালো লাগছে।'


promotional_ad



আরো পড়ুন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের দাপুটে জয়

১০ জুলাই ২৫
সাকিব আল হাসান

'ব্যাটে রান এবং বল হাতে উইকেট, দুটোই আমার কাছে গুরুত্বপূর্ন। ইনিংসে আমরা দ্রুত কিছু উইকেট হারাই, আমাদের একটি জুটির দরকার ছিলো। ভাগ্যক্রমে আমরা ১৬০ রানের সংগ্রহ পাই। আপনারা জানেন এই উইকেটে ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট।'


দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথাই ছিল না সাকিবের। ইনজুরির কারণে কেশব মহারাজ ছিটকে গেলে শেষ মুহূর্তে সাকিবকে ডাকা হয় স্কোয়াডে।


সাকিব আরো বলেন, 'দুবাইয়ের হয়ে খেলার জন্য শেষ মুহূর্তে ডাক পাই আমি। তাদের একজন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে যায়, তার জায়গা আমাকে পূরণ করতে হয়েছে। ভাগ্যক্রমে আমি আসি এবং দুবাই ক্যাপিটালসের একজন হয়ে যাই।'


১১ জুলাই রাত ৮ টায় আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হোবার্ট হারিক্যান্স। প্রথম ম্যাচে পাওয়া জয় বাকি ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগাবে এমনটাই মনে করেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball