সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে চাই: বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি
৩০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, তিনি এসেছেন ‘টি-টোয়েন্টি ম্যাচ খেলতে’। মূলত বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে অক্টোবর মাসে। দায়িত্ব নেয়ার পর নির্বাচনের সময় বেশি নেই বলেই তেমনটা বলেছিলেন বুলবুল। তিনি দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। এখন মেয়াদ আছে আর এক মাসের মতো। তবে এখন তিনি দায়িত্বে আরও দীর্ঘমেয়াদি ভাবনায় আছেন।

promotional_ad

রবিবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে ঢাকা থেকে আসা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানান, তিনি নির্বাচন করবেন না। তবে সুযোগ থাকলে দায়িত্বে থাকতে চান। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসা এই সভাপতি দায়িত্বে থাকা প্রসঙ্গে নির্ভর করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।


আরো পড়ুন

ফিক্সিং কাণ্ডের প্রাথমিক রিপোর্ট দেখে কারও নাম প্রকাশ করবে না বিসিবি

২৬ আগস্ট ২৫
ফাইল ছবি

তিনি বলেন, 'আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।'


'বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটাতো তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।'


সম্প্রতি গুঞ্জন উঠেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি নির্বাচন না-ও হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বুলবুল জানান, নির্বাচন সময়মতোই হবে এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলে অপ্রয়োজনীয় আলোচনার প্রয়োজন নেই।


promotional_ad



আরো পড়ুন

দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

'ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই।'


'আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুষাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।'


যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাওয়ায় আইসিসির চাকরি ফেলে বাংলাদেশে ছুটে এসেছিলেন বুলবুল। দায়িত্ব নিয়েছিলেন বিসিবির সর্বোচ্চ পদের। এই পদে নিজের কাজের ছোটো একটি উদাহরণও টানেন বুলবুল।


তিনি বলেন, '৩০ তারিখে যখন আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তখন বাজে সন্ধ্যা ৭ টা। শেষ করতে করতে বাসায় গিয়েছি রাত ১২ টায়। সকাল ছয়টার সময় বসে আমি চার্ট রেডি করে ফেলেছি সারারাত বসে। এটা যখন তৈরি করেছি, তখন আমরা বোর্ডের সবাই একমত হয়েছি। বোর্ডের অনুমোদন নিয়েছি। সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটি আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। তার প্রতিচ্ছবি আজকে দেখতে পাচ্ছি। একটা ছোটো ৮ বছরের বাচ্চাও এখানে ছিল।'


'যে ক্রিকেট খেলতে চায়। আমার প্রধান কাজ হচ্ছে সেই ছেলে যেন ক্রিকেট খেলতে পারে, তার পথ আমরা কতোটা মসৃণ করে দিতে পারছি, সেটাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে আরেকটু সময় রাখবে, সেটা যেকোনো প্রক্রিয়ায় হোক, কেননা এই কাজটা আমি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি দেশের সেবা করতে। তাই আমি চালিয়ে যেতে চাই। যদি প্রোবাইডেড সবকিছু যদি স্থির থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball