সোমবারই আলোচনায় বসছেন পিসিবি সভাপতি ও পাকিস্তান প্রধানমন্ত্রী

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সরকার চাইলে ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে পাকিস্তান। বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন নীতিগত অবস্থানকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান যদি বিশ্বকাপও বয়কট করে তবুও পিসিবির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আঘার মতো ক্রিকেটাররা।

এদিকে জানা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সোমবার বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। এই সভাতেই চূড়ান্ত হবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার জেরে এই বিশ্ব আসরে খেলা বয়কট করবে কিনা পাকিস্তান। এর আগে মহসিন নাকভি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিদেশে থাকায় তার সঙ্গে আলোচনা করতে অপেক্ষা করতে হচ্ছে। দেশে ফিরলেই আলোচনায় বসবেন তারা।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। টুর্নামেন্টের নিলামের আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিলামের ওয়ার্কশপে রবিবার উপস্থিত হয়েছিলেন বাবর আজম, সালমান আলী আঘা, ফখর জামানের মতো ক্রিকেটাররা। সেখানে নিলামের বিস্তারিত আলোচনা করেছেন তারা। সেই আলোচনায় ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিও। যেখানে পিএসএলের পাশাপাশি বিশ্বকাপের স্ট্র্যাটেজি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন তিনি।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের এমন সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন করেছে পিসিবি। যদিও ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দ্বিচারিতার সমালোচনা করেছেন মহসিন নাকভি। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবেন তারা।

নিজেদের এমন অবস্থা নিয়েই লাহোরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান। নিজেদের বর্তমান অবস্থানের পাশাপাশি ভবিষ্যতে ভাবনাও ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। যেখানে মহসিন নাকভি ও পিসিবির নীতিগত অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। অর্থাৎ সরকারের সবুজ সংকেত পেয়ে পাকিস্তান যদি বিশ্বকাপও বয়কট করে তবুও পিসিবির পাশে থাকবেন শাহীন আফ্রিদি, বাবরের মতো ক্রিকেটাররা।

এর আগে ২৪ জানুয়ারি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে মহসিন নাকভি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে, যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা মেনে চলি, আইসিসির কথা নয়।’

‘আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আপনার (আইসিসি) দ্বিমুখী নীতি থাকতে পারে না। একটি দেশের (ভারত) জন্য আপনি বলতে পারেন না যে, তারা যা খুশি তাই করতে পারে এবং অন্যদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। এই কারণেই আমরা এই অবস্থান নিয়েছি এবং স্পষ্ট করে দিয়েছি যে, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। তাদের বিশ্বকাপে খেলা উচিত, তারা ক্রিকেটের বড় অংশীদার।’

আরো পড়ুন: