দুবের বদলি হার্শিত, সমস্যা দেখছেন না গম্ভীর

ভারতীয় ক্রিকেট
শিভম দুবে (বামে), হার্ষিত রানা (ডানে), ফাইল ফটো
শিভম দুবে (বামে), হার্ষিত রানা (ডানে), ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়েছে ভারত। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচেই হয়ে যায় সিরিজ়ের ফয়সালা। সেই ম্যাচে শিভম দুবের পরিবর্তে হার্শিত রানাকে কনকাশন সাব করে ভারত। যেটা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও এতে বিশেষ সমস্যা দেখছেন না গৌতম গম্ভীর।

দুবের কনকাশন বদলি হিসেবে খেলতে নেমে তিনটি উইকেট নিয়েছিলেন হার্শিত। সেই ম্যাচে ভারতকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। দুবের মতো একজন অলরাউন্ডারের বদলে বিশেষজ্ঞ এক পেসারকে খেলানো নিয়ে অভিযোগ তুলে ইংল্যান্ড দলও।

সিরিজের শেষ ম্যাচের পর এই বিতর্কের জবাবে গম্ভীর বলেন, 'শিভম তো এই ম্যাচে চার ওভার বল করত। তা হলে ওর বদলে হার্শিতের খেলায় সমস্যা কোথায়? চার ওভার বল করা নিয়ে কথা।'

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মোট দুই ওভার বোলিং করেন দুবে। ১১ রান খরচায় দুই উইকেট নেন এই অলরাউন্ডার। মূলত তার এমন পারফরম্যান্সেই হার্শিতের সঙ্গে তার বিশেষ কোনো পার্থক্য করেননি গম্ভীর।

এদিকে এই মুহূর্তে ভারত ক্রিকেট দলের সাজঘরের পরিবেশ বেশ ফুরফুরে। দলের ক্রিকেটাররা বেশ হাসিমুখেই সময় কাটাচ্ছেন। যদিও গত মাসে অস্ট্রেলিয়া সফর চলাকালীন ড্রেসিংরুমে বেশ কিছু সমস্যার খবর পাওয়া গিয়েছিল।

দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গম্ভীর বলেন, 'ক্রিকেটারেরা একসঙ্গে খেলে। একসঙ্গে থাকে। মজা করে। কিন্তু তার মধ্যেও যখন দলের ফর্ম খারাপ থাকে তখন অনেক কথা শোনা যায়। সেগুলো কি আদৌ সত্যি? এই বিবেচনা কেউ করেন না। আবার যখন দল জেতে তখন পরিবেশ ভাল হয়ে যায়। তখন আর কেউ কোনও সমস্যার কথা বলে না। এটাই তো ভারতীয় ক্রিকেট।'