মুস্তাফিজেরই সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে: সুজন

বাংলাদেশ ক্রিকেট
খালেদ মাহমুদ সুজন, ফাইল ছবি
খালেদ মাহমুদ সুজন, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ভারতে যেতে অস্বীকৃতি জানানোর ফলে বিশ্বকাপে বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন আরেকটি কূটনৈতিক আলোচনা করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করা গেলে ভালো হতো।

যদিও বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুজন। জানিয়েছেন দেশের সম্মান সবার আগে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পর বাংলাদেশ সব বিশ্বকাপেই অংশ নিয়েছে। তবে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না এই ব্যাপারটি মেনে নিতে পারছেন না সুজন।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে সুজন বলেছেন, 'এটা সরকারি সিদ্ধান্ত, আপনাকে মানতেই হবে যে দেশের সম্মান সবার আগে। মুস্তাফিজের অপমানটা আমাদের সবার গায়ে লাগার কথা, সেদিক থেকে এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না—এটা মেনে নিতে পারছি না।'

এই ঘটনার শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর। বিভিন্ন উগ্র গোষ্ঠীর হুমকি ধামকির পর বিসিসিআইয়ের সিদ্ধান্তে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই বাংলাদেশ ঘোষণা দেয় বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না তারা। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন মুস্তাফিজ। এমন মন্তব্য করেছেন সুজন।

তিনি যোগ করেন, 'হয়তো আরেকটু ডিপ্লোমেসি করে আইসিসির সাথে আলোচনা করে খেলাটা শ্রীলঙ্কায় নেওয়া যেত কি না দেখা যেত। তবে আমি যেহেতু এর অংশ নই, তাই মন্তব্য করা ঠিক হবে না। অবশ্যই তারা চেষ্টা করেছে। দিনশেষে দেশের সম্মানটাই প্রাধান্য পেয়েছে। মুস্তাফিজেরই হয়তো সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে কারণ সে আইপিএল এবং বিশ্বকাপ কোনোটিই খেলতে পারছে না।'

সর্বশেষ বিপিএলে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের বিশ্বকাপে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে তানজিদ হাসান তামিম বিপিএল ফাইনালে তুলে নিয়েছিলেন এক সেঞ্চুরি। এ ছাড়াও পারভেজ হোসেন ইমন, লিটন দাস ও তাওহীদ হৃদয় ছিলেন দারুণ ফর্মে। সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ভালো খেলার সুযোগ ছিল বলে মনে করেন তিনি।

সুজন বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটটা খুব কঠিন। আমাদের দল ভালো ছিল। আমাদের বোলিং আক্রমণ খুব অভিজ্ঞ ছিল। ব্যাটিংয়ে কিছু ডায়নামিক প্লেয়ার আছে তামিম, ইমন, লিটন বা হৃদয় তারা ভালো ক্রিকেটার। আমাদের ভালো খেলার অনেক সুযোগ ছিল। ওয়ানডেতে ভুল করলে শোধরানোর সময় থাকে, কিন্তু টি-টোয়েন্টিতে সেই সময় খুব কম।'

আরো পড়ুন: