৭ উইকেটের জয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা

যুব বিশ্বকাপ
বাংলাদেশ দল, আইসিসি
বাংলাদেশ দল, আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হাসানের সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রে দুইশর আগেই আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সহজ লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের ব্যাটে ৭ উইকেটের সহজ জয় পেয়েছেন বাংলাদেশের যুবারা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপের ‍সুপার সিক্সে জায়গা করে নিয়েছেন আজিজুলরা।

দুইশ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জাওয়াদ ও রিফাত বেগ। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৭৮ রান। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি জাওয়াদের। ৫ চার ও তিনটি ছক্কায় ৪২ বলে ৪৭ রানের ইনিংস খেলে ফিরেছেন বাংলাদেশের ওপেনার। দলের রান একশ হওয়ার আগে আউট হয়েছেন আরেক ওপেনার রিফাতও। ৫৫ বলে ৩০ রান করেছেন তিনি।

চতুর্থ উইকেটে জুটি গড়ে তোলেন আজিজুল ও কালাম সিদ্দিকী অ্যালিন। তাদের দুজনের ব্যাটেই সহজ জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজিজুল। জয় থেকে একটু দূরে থাকতেই ৮২ বলে ৬৪ রানের ইনিংস খেলে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এরপর কালাম ৫৫ বলে ৩০ ও রিজান ১৬ বলে ২০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। তারা ৬ রানের মধ্যেই হারায় দুই ব্যাটারকে। এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তাভা। এই জুটি থেকে আসে ৫১ রান। আর তাতেই ঘুরে দাঁড়ায় দলটি। সাহিল আউট হয়েছেন ৬০ বলে ৩৫ রান করে।

অন্যদিকে শ্রীভাস্তাভার ব্যাট থেকে আসে ৩৯ রান। এরপর দ্রুত গতিতে আরও কিছু উইকেট হারায় যুক্তরাষ্ট্র। অষ্টম উইকেটে আদনিত ঝাম্ব ও অদিত কাপ্পা মিলে যোগ করেন ৪৩ রান। একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ঝাম্ব। নিচের দিকের আর কোনো ব্যাটার ভালো করতে না পারলে দুশ রানের আগেই থামতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। এর ফলে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য দাঁড়ায়।

আরো পড়ুন: