স্বপ্নের সঙ্গে হৃদয়ও ভেঙেছে জ্যোতি-জাহানারাদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪ সমান স্বপ্ন, ফেসবুকে দেয়া পোস্টের ওই লাইনের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও এঁটে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন পোস্ট থেকে অনুমান করতে বাকি থাকার কথা নয় ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে নিজের মনে মাঝে কতটা স্বপ্ন বুনেছিলেন। নিগার অবশ্য শুধু স্বপ্নতেই আটকে থাকেননি। সেই লাইনের পরে আরও একটা লাইন যুক্ত করেছেন।