বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি
বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স ও বোলারদের ইকোনোমিক্যাল হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।