বিসিবির নতুন টুর্নামেন্ট সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ
ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসখানেক পেরিয়ে গেলেও সেই টুর্নামেন্ট আলোর মুখে দেখেনি। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।