বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, বিসিবিকে শরিফুলের সাধুবাদ
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে টানাপোড়েনের পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষেও পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অভিভাবক বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সাধুবাদ জানিয়েছেন শরিফুল।