বাংলাদেশ ভারতে না এলে এটা তাদের ক্ষতি, তাদের ক্রিকেটারদের ক্ষতি: আজহারউদ্দিন
বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শেষ মুহূর্তে আইসিসির মিরাকলের অপেক্ষা করছেন তারা। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অবস্থানের এখনো কোন পরিবর্তন হয়নি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। মোহাম্মদ আজারউদ্দিন মনে করেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে এটা তাদেরই ক্ষতি।