১১ ফেব্রুয়ারি পিএসএল নিলাম, ফ্র্যাঞ্চাইজিদের বাজেট ৪৫০ মিলিয়ন রুপি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে থেকেই ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিদের চাওয়ায় ড্রাফট পদ্ধতি থেকে সরে এসেছে পিএসএলের গভর্নিং কাউন্সিলের। টুর্নামেন্টের একাদশ আসর থেকে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে টানবেন ফ্র্যাঞ্চাইজিরা। ২৫ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ার্কশপে নিলামের রূপরেখা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের আগামী আসরের নিলাম হবে ১১ ফেব্রুয়ারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।