ইতালির বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দুই জোড়া ভাই
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় বাকি। প্রায় সবকটি দলই এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষা ছিল ইতালির। তারাও চমক দিয়ে দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন।
অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন জো বার্নস। তাকে ধরা হচ্ছিল অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ তারকা। তবে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি তিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেন এই ব্যাটার।
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। একশ দিনের কম সময় বাকি থাকলেও এখনো সূচি প্রকাশ করেনি আইসিসি। এমনকি কোন দল কোন গ্রুপে থাকবে, সেটা এখনো জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এবারের আসরটি।
সবশেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় ২০ ওভারের বিশ্বকাপ খেলার খুব কাছেই ছিল তারা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যেতো ইতালি। ডাচদের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও বিশ্বকাপ খেলা স্বপ্ন ধুলিসাৎ হয়নি তাদের।