অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান দলে ফিরলেন বাবর-আফ্রিদি
বিগ ব্যাশের পুরো মৌসুম খেলার জন্যই এনওসি পেয়েছিলেন বাবর আজম। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে ডানহাতি ব্যাটারকে। খেলা হচ্ছে না পার্থ স্কচার্সের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালেও। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পাশাপাশি পাকিস্তানের টি-টোয়েন্টি দলেও ফিরেছেন বাবর। শ্রীলঙ্কা সফরে না থাকা শাহীন আফ্রিদিকেও ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।