রিশাদের হোবার্টকে বিদায় করে ফাইনালে স্মিথের সিডনি সিক্সার্স
বিগ ব্যাশের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই ওভারে উইকেটশূন্য ছিলেন রিশাদ হোসেন। তবে নিজের তৃতীয় ওভারে স্টিভ স্মিথ ও ময়সেস হেনরিকসকে ফেরান বাংলাদেশের তরুণ লেগ স্পিনার। রিভিউ নিলে শেষ ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। সিডনি সিক্সার্সের সঙ্গে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ। এমন বোলিংয়ের দিনে ব্যাটিংয়ে ৮ বলে ১১ রান করেছেন তিনি। ফাইনালে উঠতে সিক্সার্সের বিপক্ষে ১৯৯ রান করতে হতো হোবার্ট হারিকেন্সকে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ১৪১ রানের বেশি করতে পারেনি তারা। সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে চ্যালেঞ্জার থেকেই বিদায় নিতে হলো রিশাদের হোবার্টকে। ফাইনালে সিক্সার্সের প্রতিপক্ষ পার্থ স্কচার্স।