নিলামের আগে দ্য হান্ড্রেডের ৮ দলের স্কোয়াডে আছেন যারা
প্রথম কয়েক আসরে ড্রাফট হলেও দ্য হান্ড্রেডের আগামী মৌসুমে প্রথমবারের মতো নিলাম দেখা যাবে। চলতি বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হবে পারে নিলামে। টুর্নামেন্টের মান বাড়ানোর পাশাপাশি জমজমাট করতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় আছে সান গ্রুপ। একই প্রতিষ্ঠান দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা কিনে নিয়েছে।