বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: আফ্রিদি
চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এর আগে বেশ কয়েকবার বিপিএলে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও অনেকবার এসেছেন বাংলাদেশে। আফ্রিদি জানিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি।
চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এর আগে বেশ কয়েকবার বিপিএলে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও অনেকবার এসেছেন বাংলাদেশে। আফ্রিদি জানিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি।
উইলিয়াম বসিস্তো এবং মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরিতে চিটাগং কিংসের বিপক্ষে চার উইকেটে ২০৩ রান করে খুলনা টাইগার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার পেসারদের তোপে শুরু থেকেই হাঁসফাঁস করেছে চিটাগং। শেষ পর্যন্ত তারা ১৬৬ রানে অল আউট হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি। যদিও এটা জয় পাওয়ার জন্য সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ৩৭ রানের হার দিয়ে আসর শুরু করেছে তারা।
নিখাদ ব্যাটিং উইকেট! তবুও রংপুর রাইডার্সের ছুঁড়ে দেয়া ১৯২ রানের লক্ষ্য অতিক্রম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। ৪০ রানে ম্যাচটি হেরেছে থিসারা পেরেরার দল। মূলত মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই ম্যাচ হারের কারণ বলছেন আলাউদ্দিন বাবু।
কদিন আগে গ্লোবাল সুপার লিগে ব্যাট হাতে রংপুর রাইডার্সের ইনিংসের শুরুটা করেছিলেন সৌম্য সরকার ও স্টিভেন টেলর। প্রত্যাশিত পারফরম্যান্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ওপেন করার দাবিটা দিয়ে রেখেছিলেন তারা দুজন। সৌম্য ও টেলরের সঙ্গে রংপুরের বিদেশি সাইনিং অ্যালেক্স হেলসও সেটার যোগ্য দাবিদার। ইংল্যান্ডের হয়ে কিংবা বিশ্ব জুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওপেনার হিসেবেই নাম কামিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক যেন একে অপরের পরিপূরক। বিপিএল আয়োজিত হবে আর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা হবে না, এমনটা যেন হতেই পারে না। বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রতি আসর শেষেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার খবর সামনে আসে। টুর্নামেন্ট শেষ হলেও বিপিএলের সবশেষ আসরে খেলা ১৫ বিদেশি ক্রিকেটার সময় মতো নিজেদের টাকা বুঝে পাননি।
বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল। সপ্তম উইকেটে ফাহিম আশরাফ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি বরিশালকে দারুণ এক জয় উপহার দিয়েছে। এই ম্যাচে ২১ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ফাহিম। তার ইনিংস জুড়ে ছিল ৭টি ছক্কা ও একটি চারের মার।
১৯২ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম কয়েক ওভার রয়েসয়ে খেললেও একটু পর দুজনই জড়তা কাটিয়ে বাউন্ডারি বের করেছেন প্রত্যাশা মিটিয়ে। বিনা উইকেটে ৬৫ রান তোলা ঢাকা ক্যাপিটালস ছিল সঠিক পথেই। তবে হঠাৎই শেখ মেহেদীর স্পিনে ধস নামলো থিসারা পেরেরার দলের।
সুদীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে যাচ্ছেন আরিফুল হক। এবারই প্রথমবার নেতৃত্ব পেয়েছেন কোনো দলের। সিলেট স্ট্রাইকার্স দলের সবার সাহায্য পেলে চলতি আসরে ফাইনাল খেলতে চান আরিফুল।
নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিমরা ফিরলেন উইকেটে থিতু হওয়ার আগেই। তাওহীদ হৃদয় খানিকটা চেষ্টা করলেও তাকে ইনিংস বড় করতে দেননি হাসান মুরাদ। ১৯৮ রান তাড়া করতে নেমে ৬১ রানে ৫ উইকেটে হারানো ফরচুন বরিশাল তখন হারের সমীকরণই মেলানোর কথা। তবে এমন অবস্থায় থেকেও জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শাহীন শাহ আফ্রিদি ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে প্রতিরোধ গড়ে বরিশালকে খানিকটা টেনে তুললেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরেই প্লে'অফে খেলা হয়েছে রংপুর রাইডার্সের। তবে এই দুইবারের একবারও শিরোপা জেতা হয়নি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলটির। এবার প্লে অফ পেরিয়ে ফাইনাল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সোহান।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। জাতীয় দলের বেশীরভাগ ক্রিকেটারদের পাশাপাশি অসাধারণ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে টেনেছে বরিশাল। আর এই বরিশালকে হারিয়েই বিপিএলের শিরোপা জিততে চান মেহেদী হাসান মিরাজ।
আজ দুপুর থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগের দিনেই দর্শকরা পড়েন বিড়ম্বনায়। সেটিও ম্যাচের টিকিট নিয়ে। আগে থেকে না জানানোয়, বেশ ভোগান্তিতে পরতে হয় সাধারণ দর্শকদের। কিন্তু এবার সেই বিড়ম্বনা কাটাতে আগে থেকেই ঘোষণা দিয়ে দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরিবর্তিত হচ্ছে ম্যাচের সময়।