রংপুরের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
ক্রিকেটারদের দাবি মেনে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে নিজেদের পুরনো অবস্থানে রাত পর্যন্ত অনড় ছিলেন ক্রিকেটাররা। এরপরও মাঠে ফেরার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন তারা।
নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের আগে এম নাজমুল ইসলামকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পদত্যাগ করেননি বিসিবির পরিচালক। নুরুল হাসান সোহান মনে করেন, তাঁর ক্ষেত্রে এমন পরিস্থিতি হলে ক্রিকেটারদের স্বার্থে পদত্যাগ করতেন তিনি। সোহান জানান, ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে এখন বেশি মাতামাতি হচ্ছে।
বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে বিপিএলের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। ক্রিকটারদের নিয়ে বাজ মন্তব্যের কারণে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছিল ক্রিকটারদের সংগঠন কোয়াব।
ক্রিকেটারদের আল্টিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় বিপিএলের ম্যাচ বাদ দিয়ে দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
প্লে অফে যেতে পারলে ক্রিকেটার আনার জন্য ব্ল্যাঙ্ক চেক দেয়ার ঘোষণা দিয়েছিলেন সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। এর মধ্যে একটি সিলেট টাইটান্স। দলটির প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন তারা দলের সঙ্গে মানানসই ক্রিকেটার নিয়ে আসার চেষ্টা করছেন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে তেমন ফর্মে নেই তানজিদ হাসান তামিম। ফর্মে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান এই ওপেনার। এ কারণে বিপিএলের মাঝেই নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শিবিরে ফিরেছেন ফাহিম আশরাফও। অসাধারণ পারফর্ম করে শ্রীলঙ্কায় যাওয়া ফাহিম আবারও বিপিএলে ফিরতে পেরে রোমাঞ্চিত।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে আসর থেকে ছিটকে না গেলেও সেই পথেই আছে আসরের নবাগত দলটি। এবার না পারলেও আগামী আসরে দলটিকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ।
গতি দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পটু ছিলেন ড্যারেন গফ। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার পাশাপাশি সুইং, ইয়র্কারও পারদর্শী ছিলেন বার্নসলিতে জন্ম নেয়া ইংল্যান্ডের সাবেক এই পেসার। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে প্রথম দুইশ উইকেট নেয়া বোলারও তিনিই। স্যার ইয়ান বোথাম অবসর নেয়ার পর মাঠের ক্রিকেটে ভালো করতে পারছিল না ইংল্যান্ড। ওই সময় নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন গফ। ডেভিড লয়েডের চোখে গফ ছিলেন ইংল্যান্ডের দলের হৃদয় স্পন্দন।
এবারের বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স। শুরুর দিকে ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে দলটি। এরই মধ্যে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সিলেট।
ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসেছিলেন টবি রেডফোর্ড। তবে সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছেড়েছেন তিনি। আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে বিপিএল শেষ না করেই চলে গেছেন ইংলিশ এই কোচ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন রেডফোর্ড।