হতাশা থাকলে এতদিনে গলায় দড়ি দেয়ার কথা: তাসকিন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পাওয়ার অগ্রিম বার্তা পেয়েও শেষমুহূর্তে সেখানে দল পাননি তাসকিন আহমেদ। এ নিয়ে একটুও হতাশ নন বাংলাদেশের এই পেসার। দুর্বার রাজশাহীর নবনিযুক্ত অধিনায়ক মনে করিয়ে দিলেন, এর আগে তিনবার সুযোগ পেয়েও আইপিএলে খেলা হয়নি তার।