ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে বিপিএলে দল চালাবে বিসিবি
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে হওয়ার কথা ছিল বিপিএলের আগামী আসরে। তবে নিলামের দিন কয়েক আগে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মালিকানা পেলেও দুইটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির পুরো ১০ কোটি টাকা জমা দেয়নি। টুর্নামেন্ট শুরুর আগে পুরো টাকা দিতে না পারলে ওই মালিকানা কেড়ে নিয়ে দলটি পরিচালনার দায়িত্ব নেবে বিসিবি।