পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্বে ক্লাসেন
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মূলত ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।