বাতিল হওয়া ম্যাচের টিকেটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা
ঘন কুয়াশার কারণে লম্বা সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচ বাতিল হওয়ায় টিকেটের অর্থ ফেরত চাইছেন দর্শকরা। ম্যাচটি ভেস্তে যাওয়ায় টিকেটের পুরো টাকা ফেরত দিচ্ছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সংস্থাটি।