এসএ টোয়েন্টিতে রিটেইন করা যাবে ৬ ক্রিকেটার, নিলামে থাকছে আরটিএম
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এসএ টোয়েন্টির নিলাম। নিলামের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে এক তৃতীয়াংশ ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিগুল এখন সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে বা নিলামের আগে ডিরেক্ট সাইনিং করাতে পারবে। যা অন্য আসরগুলোর তুলনায় সবচেয়ে কম।