হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
৯ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রায় ৫০ ওভার ব্যাটিং করবে এরপর বল হাতে লড়াই করবে ৪৭ ওভার পর্যন্ত সেটা হয়তো কেউ কল্পনাতেও ভাবেননি। বাংলাদেশের এই লড়াই সম্ভব হয়েছে তাওহীদ হৃদয় ও জাকের আলীর লড়াকু জুটির ফলে। জাকের না পারলেও হৃদয় তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তাতে ভর করেই ২২৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।