আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিলেন শুভমান গিল। বাকি চার ম্যাচে অবশ্য সুবিধা করে উঠতে পারেননি ডানহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও ৩১ রানের বেশি করতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সেও আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন গিল।