ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে আগেভাগেই হেরে যাওয়ায় বিষয়টিকে হালকাভাবে দেখছে না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই টেস্ট বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বেন স্টোকসের দল। এমন ব্যর্থতার পেছনে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি'কে।