মুশফিকের শততম ম্যাচ জয়ে রাঙাল বাংলাদেশ
অনেকটাই অনুমেয় ছিল মিরপুর টেস্টের প্রথম সেশনেই ফলাফল দেখবে মিরপুর টেস্ট। কিন্তু তা হলো না। চতুর্থদিন ম্যাচের নাটাই হাতে নিয়ে ড্রেসিংরুমে ফেরা বাংলাদেশ জয় পেল শেষ দিনের দ্বিতীয় সেশনে। আইরিশদের ২১৭ রানে হারিয়ে মিরপুর টেস্টে জয় তুলে নেয়ার সঙ্গে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। কার্টিস ক্যাম্ফারের হাফ সেঞ্চুরির পাশাপাশি টেলএন্ডার ব্যাটারদের মাটি কামড়ানো লড়াইয়ে ২৯১ রানে থামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস।