৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার নায়ক টিম ডেভিড

বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ছক্কায় ডেভিডের ৮৩, অস্ট্রেলিয়ার জয়

৭৫ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটা হতে দেননি টিম ডেভিড। ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকাও। একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের স্বপ্ন দেখানোর চেষ্টায় ছিলেন রায়ান রিকেলটন। বাকিদের ব্যর্থতার দিনেও বাঁহাতি উইকেটকিপার খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে শেষ ওভারের ২১ রানের সমীকরণ মেলাতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হারতে হয়েছে সাউথ আফ্রিকাকে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক