৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

ছবি: আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ফরম্যাট মিলিয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। ফলে পুরো সফরে ৮ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে অজিরা।
কামিন্স-হেডদের ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা
৪ জুন ২৫
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় আজ, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ৫-০ ব্যবধানে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অস্ট্রেলিয়া। এই জয় দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবারের মতো তিন বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে তারা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেন, 'সিরিজ শুরুর সময় আমি ৫-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা করিনি। তবে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর আমরা এটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানতাম, এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল ওয়েস্ট ইন্ডিজে একেবারে ক্লিন সুইপ করতে পারেনি।'

অ্যাশেজের মধ্যেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড
৬ ঘন্টা আগে
তিনি আরও বলেন, 'আমাদের অনেক খেলোয়াড় এসেছে এবং বিভিন্ন ভূমিকা পালন করেছে। আমরা সিরিজ শুরুর আগেই দল হিসেবে নমনীয়তা ও পরিবর্তনের ব্যাপারে কথা বলেছিলাম।'
পাঁচ ম্যাচের প্রতিটিতেই রান তাড়া করে জয় নিশ্চিত করে সফরকারীরা। দুইটি ম্যাচে লক্ষ্য ছিল ২০০ রানের ওপরে, তবু জয় পায় অজিরা। ব্যাটারদের আগ্রাসী মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্সেই এমন সাফল্য এসেছে বলে মনে করছেন মার্শ।
অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, 'এখন টি-টোয়েন্টি যেভাবে এগোচ্ছে, তাতে দলগুলো থেমে থাকে না, আগ্রাসী খেলে যায়- এটা খুবই রোমাঞ্চকর। আশা করি আমাদের পাওয়ার হিটিং এভাবে চলতে থাকবে।'
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ বলেন, 'আমরা পুরো সিরিজে কখনোই নিখুঁত ব্যাটিং পারফরম্যান্স দিতে পারিনি। কখনো শুরুটা ভালো হয়েছে, কিন্তু শেষটা খারাপ — অথবা উল্টোটা। এত ভালো একটি দলের বিপক্ষে এমন করলে পার পাওয়া যায় না। আর বল হাতে আমরা নিজেদের কোনো সুযোগই দিতে পারিনি। কারণ রানই ছিল না বোর্ডে।'