অ্যাশেজের মধ্যেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

ছবি: পিঙ্ক বলে ইংল্যান্ডের প্রস্তুতি, ফাইল ছবি

মঙ্গলবার (২৯ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো ইংল্যান্ড প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একদিনের বেশি ম্যাচ খেলবে। এর আগে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সবসময়ই তারা প্রস্তুতির অংশ হিসেবে একদিনের ম্যাচ খেলে এসেছে।
মাঠ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় গম্ভীর, ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট
৪ ঘন্টা আগে
প্রস্তুতি ম্যাচটি হবে ২৯ ও ৩০ নভেম্বর ক্যানবেরার মানুকা ওভালে। মূলত অ্যাশেজ সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝামাঝি এই ম্যাচটি খেলবে ইংল্যান্ড দল। এর আগে তারা প্রথম টেস্টের আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি ইনট্রা-স্কোয়াড ম্যাচ খেলবে। পার্থের পূর্বাঞ্চলের শহরতলি লাইলাক হিলে হবে ম্যাচটি।

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ
১৩ ঘন্টা আগে
যেটি মিডল্যান্ড গিলফোল্ড ক্রিকেট ক্লাবের ঘরের মাঠ। তিন দিনের ম্যাচটি শুরু ১৩ নভেম্বর। আগামী ২১ নম্ভেম্বর পার্থের অপ্টাস স্টেডিয়ামে অ্যাশেজের লড়াই শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর থেকে।
মূলত এই ম্যাচটিই হতে চলেছে সিরিজের একমাত্র গোলাপি বলের ম্যাচ। এরপর ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি।আর ২৬ ডিসেম্বর শুরু সিরিজের চতুর্থ টেস্ট। ৪ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট ম্যাচটি দিয়ে বছর শুরু করবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দল।