সূর্যকুমারের পারফরম্যান্স টেনে ভারতকে খোঁচা বাজিদের

সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।

promotional_ad

অন্য দলগুলোর বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কেন যেন ব্যাট করাই ভুলে যান ভারতের এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১২.৮০ গড় ও ১১৮.৫১ স্ট্রাইক রেটে রান করতে পেরেছেন সূর্যকুমার।


আরো পড়ুন

ভারতীয় দলের স্পনসরশিপ ছাড়তে বাধ্য হলো ড্রিম ইলেভেন

২৫ আগস্ট ২৫
ভারত, ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে তার নামের পাশে কেবল ৬৪ রান, সর্বোচ্চ ১৮। আর এমন পারফরম্যান্স নিয়েই খোঁচা দিয়েছেন বাজিদ। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার মনে করেন পাকিস্তানের পেস আক্রমণের কারণেই সফল হতে পারেন না সূর্যকুমার।


promotional_ad

তিনি বলেছেন, 'সূর্যকুমার প্রায় সবার বিপক্ষেই রান করে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে কোনোভাবে সে এখন পর্যন্ত কার্যকর হতে পারেনি। সেটা হোক (পাকিস্তানের) পেস আক্রমণ বা অন্য কোনো কারণে, এই সমস্যাটা রয়ে গেছে।'


গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই বিশ্ব আসরের পরই অবসরে যান রোহিত। এরপর ভারত টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেয় সূর্যকুমারের কাঁধে। এর আগে বিভিন্ন সিরিজে নেতৃত্ব দিলেও এবারই প্রথম বহুজাতিক কোনো টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার।


এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নামবে। দ্বিতীয় পর্বে আরও একবার দেখা হওয়ার সম্ভাবনা আছে এই দুই দলের। আর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে। এবার দেখার বিষয় অতীত পারফরম্যান্সের গ্লানি পেছনে ফেলতে পারেন কিনা সূর্যকুমার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball