নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

ছবি: পাকিস্তান নারী দল, ফাইল ফটো

চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়কত্ব করেছিলেন ফাতিমা। এবার তার ওপরই আস্থা রাখছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। সিরিজটি মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের
১৯ এপ্রিল ২৫
প্রস্তুতি সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররাই অংশ নেবেন। স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমাও। আয়ারল্যান্ড সিরিজে অভিষেকের পর এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন এই তরুণ ক্রিকেটার।

বিশ্বকাপের আয়োজক ভারত হলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান দলের সব গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে সব ম্যাচ।
নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
২৩ আগস্ট ২৫
যদি পাকিস্তান সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) ওঠে, সেগুলোও হবে একই ভেন্যুতে। সফর ও সূচি নিয়ে বিস্তারিত পরে জানাবে পিসিবি।
পাকিস্তান নারী দলের স্কোয়াড- ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ,আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেটকিপার), সায়েদা আরুব শাহ।