জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব ট্রট, বোলিং কোচ বন্ড

জোনাথন ট্রট
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।

promotional_ad

দুজনে যথাক্রমে অ্যান্ডি ফ্লাওয়ার এবং ওটিস গিবসনের জায়গায় দায়িত্ব নিয়েছেন। ট্রট আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ প্রসিদ্ধ কোচ। আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার পাশাপাশি ট্রট ছিলেন এসএ টোয়েন্টিতে- প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ।


আরো পড়ুন

প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট

১০ ডিসেম্বর ২৪
সংগৃহীত

যেখানে তার জায়গায় সম্প্রতি দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। আর বন্ডের সাম্প্রতিক সময়ে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে এসএ টোয়েন্টির দল পার্ল রয়্যালসেরও কোচের ভূমিকায় ছিলেন।


promotional_ad

ট্রট এক বিবৃতিতে জানিয়েছেন তিনি দায়িত্ব বুঝে নিতে মুখিয়ে আছেন। তিনি বলেন, 'গালফ জায়ান্টস দ্রুতই আইএলটি২০-এর অন্যতম সফল দলে পরিণত হয়েছে। আমার লক্ষ্য হলো খেলোয়াড়দের সর্বোচ্চটা বের করে আনা এবং প্রথমবারের মতো হতে যাওয়া আইএলটি টোয়েন্টির নিলামের মাধ্যমে একটি শিরোপা জয়ের মতো দল গঠন করা।'


আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। বন্ড নতুন দায়িত্ব নিয়ে বলেছেন, 'আমি উচ্ছ্বসিত আমাদের বোলিং আক্রমণকে ধারালো করে তোলার জন্য এবং এ মৌসুমে নির্ণায়ক প্রভাব রাখার জন্য।'


এদিকে আইএল টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজিটি অ্যান্ড্রু পুটিককে ব্যাটিং কোচ, জিম ট্রটনকে ফিল্ডিং কোচ এবং নিক লিকে ফিটনেস কোচ হিসেবে দলে ভিড়িয়েছে। তাদের দলে বর্তমানে রিটেইন করা ক্রিকেটাররা হলেন জেমস ভিন্স, আয়ান খান, মার্ক অ্যাডায়ার, ব্লেসিং মুজারাবানি এবং গেরহার্ড এরাসমাস।


নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে আছেন মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই এবং রহমানউল্লাহ গুরবাজ। জায়ান্টস ২০২৩ সালে আইএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছিল। ২০২৪ সালে কোয়ালিফায়ার থেকে বিদায় নেয় তারা এবং চলতি বছরে পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে ছিল তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball