‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে না, কোহলি খেলতে চান সিংহের মতো

বিরাট কোহলির (ডানে) সঙ্গে স্বস্তিক চিকারা, ফাইল ফটো
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।

promotional_ad

এই সুবিধাটি অনেক অভিজ্ঞ ক্রিকেটার গ্রহণও করেছেন। রোহিত শর্মা কিংবা ট্রাভিস হেডের মতো বড় নামেরাও আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন। তবে কোহলি নিজে কখনোই এই পদ্ধতির পক্ষে নন বলে জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারা।


আরো পড়ুন

‘বিসিসিআইয়ের রাজনীতির শিকার রোহিত-কোহলি’

১৬ আগস্ট ২৫
ফাইল ছবি

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে স্বস্তিক বলেন, 'বিরাট (কোহলি) ভাইয়া বলেছেন, যত দিন ফিট আছি তত দিন খেলব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, সিংহের মতো খেলব। আমি ২০ ওভার মাঠে নামব, ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। যেদিন মনে হবে ইমপ্যাক্ট প্লেয়ার হয়েই খেলতে হবে, সেদিনই ক্রিকেট ছাড়ব।'


promotional_ad

গত আইপিএল নিলামে মাত্র ৩০ লাখ রুপিতে আরসিবিতে যোগ দেয়া স্বস্তিক জানান, দলের ড্রেসিংরুমে কোহলির সঙ্গে সময় কাটানোর সুযোগেই তিনি এই কথাগুলো শুনেছেন। কোহলির এই অবস্থান তার পেশাদারিত্ব এবং মানসিক দৃঢ়তারই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে।


এদিকে কোহলির সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তবে ভারতীয় গণমাধ্যম 'দৈনিক জাগরণ' এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলি হয়তো এর আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। একই আলোচনা রোহিত শর্মা নিয়েও চলছে।


এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, 'তারা কি অবসর নিয়েছেন? নিয়েছেন না কি! রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ওয়ানডেতে খেলছেন। তাঁদের বিদায়ের চিন্তা করার কী দরকার? বিসিসিআই কাউকে অবসর নিতে বলবে না, সিদ্ধান্ত নিতে হবে খেলোয়াড়দের নিজেই। আমরা তা সম্মান করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball