হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ

ছবি: চার উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক খালেদ আহমেদ, ফাইল ফটো

১৫তম ওভারে রাদারফোর্দের উইকেট নিয়ে চিন্তায় ফেলেন স্বাগতিকদের। তারপর ১৭তম ওভারে এসে শিকার করেন হিটমায়ারের উইকেট। হারের পথে যাওয়া ম্যাচকে বের করে নিয়ে আসেন রংপুরের দিকে।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
২৩ মে ২৫
নিজের শেষ ওভারে জোড়া আঘাতে খালেদ নিশ্চিত করেন দলের জয়। অথচ শেষ তিন ওভারে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করা খালেদ, প্রথম ওভারেই হজম করেছিলেন ৩ চারে ১৫ রান।

সেই ওভার পরে ঘুরে দাঁড়ালেন কীভাবে তা খালেদ শুনিয়েছেন ম্যাচের পর। চার উইকেট নিয়ে এ দিন ম্যাচসেরা হন খালেদ। লুফে নেন এক হাজার ডলার পুরস্কার। আর সেই পুরস্কার নিতে এসেই খালেদ জানান, অধিনায়ক সোহানের ভরসা ছিলো বলেই 'ফিরে আসতে' পেরেছেন তিনি।
মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান
১১ জুলাই ২৫
খালেদ বলেন, 'প্রথমেই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি শুধুমাত্র ভালো জায়গায় বলগুলো করার চেষ্টা করছিলাম। প্রথম ওভারে আমি কিছুটা খরুচে ছিলাম। কিন্তু অধিনায়ক আমাকে বলল, তুমি কামব্যাক করতে পারবে। অধিনায়ক আমার উপর ভরসা রেখেছিলো, ভরসা রেখেই আমার হাতে আবার বল তুলে দিয়েছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর।'
নিজের দ্বিতীয় ওভারে রাদারফোর্ড, তৃতীয় ওভারে হেটমায়ার এবং শেষ ওভারে খালেদ শিকার করেন প্রিটোরিয়াস এবং শামার স্প্রিংগারের উইকেট। এরমধ্যে হেটমায়ারের উইকেট নিয়ে সবচেয়ে বেশি মজা পান খালেদ।
'আমি সব থেকে বেশি মজা পেয়েছি হেটমায়ারকে আউট করতে পেরে। কারণ বিপিএলে সে আমাকে একটি ছক্কা হাঁকিয়েছিল। সে কারণেই এই উইকেটটা স্পেশাল। এখানকার দর্শকরা দুর্দান্ত। আমরা শুধুমাত্র আমাদের কাজটা করে যাওয়ার চেষ্টা করছিলাম।'