
পাল্টা আক্রমণের পরিকল্পনা করেই সফল সাইফ
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান। ভালো শুরু পেলেও সেই ম্যাচে বড় ইনিংস খেলা হয়নি এই ওপেনারের। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে ঠিকই ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও লিটন দাসের সঙ্গে তার ৫৯ রানের জুটি বাংলাদেশকে ছন্দ পাইয়ে দেয়।