একই পরিকল্পনা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ
একই পরিকল্পনা নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতকে হারালে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। ভারতকে ১৬৮ রানে আটকে রেখেও হারাতে পারেনি টাইগাররা। এই আক্ষেপ নিশ্চিত ভাবেই পোড়াবে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবারই বাংলাদেশ মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে।

সুপার ফোরে যা দুই দলেরই শেষ ম্যাচ। এমন সমীকরণ দাঁড়িয়েছে এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে খেলবে। অর্থাৎ দুই দলের জন্যই এটি বাঁচা মরার ম্যাচ। এমন ম্যাচেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকের আলী অনিক।

পুরো এশিয়া কাপ জুড়েই বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে। বোলিংও হচ্ছে জুতসই। তবে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। তাই পাকিস্তানের বিপক্ষে এই দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। বাংলাদেশ জেতার মানসিকতা নিয়েই নামবে বলে জানিয়েছেন জাকের।

তিনি বলেন, 'কালকের খেলার পরিকল্পনা এরকমই থাকবে, আমাদের বোলিং এর দিক দিয়ে আমরা খুব ভালো করেছি। ব্যাটিংও আমরা ভালো করেছিলাম এই টুর্নামেন্টে, আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। আশাহত হওয়ার কিছু নাই। কালকের ম্যাচ ওদের জন্য যা, আমাদের জন্যও তা। তো আমরা ওইরকম পারফরম্যান্স করার চেষ্টা করব এবং জেতার জন্য নামব।'

ভারতের বিপক্ষে সাইফ হাসান ছাড়া আর কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। সাইফ খেলেছেন ৫১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস। ৫টি ছক্কা মেরেছেন ইনিংস জুড়ে। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল পারভেজ হোসেন ইমন। তিনি ১৯ বলে ২১ রান করে আউট হন। ভারতের বিপক্ষে যে ব্যাটিং ব্যর্থতাতেই বাংলাদেশের জয় পাওয়া হয়নি তা স্বীকার করে নিয়েছেন জাকের।

ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাকের বলেন, 'কে ভালো খেলছে, কে খারাপ খেলছে—আসলে এগুলো দেখা উচিত নয়। আমি সবসময় একটা কথা বলি, আমাদের আমাদের শক্তির জায়গায় থাকতে হবে। আজ আমরা আমাদের ব্যাটিং শক্তি অনুযায়ী পারফরম্যান্স করতে পারিনি, তাই আজকের ম্যাচটা আমাদের জন্য এত কঠিন হয়েছে। অবশ্যই, ওদের সম্পর্কে আমাদের ধারণা আছে। কিন্তু ম্যাচ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। তাই আমরা সব বিভাগেই সেভাবে খেলার চেষ্টা করব।'

আরো পড়ুন: এশিয়া কাপ