 
        আইপিএলে লক্ষ্ণৌর সম্ভাব্য প্রধান কোচের তালিকায় যুবরাজ
আইপিএলের আগামী মৌসুমের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম আলোচনায় এসেছে।
 
        আইপিএলের আগামী মৌসুমের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম আলোচনায় এসেছে।
 
        ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। তবে এবারের আসরে মোট কয়টি দল অংশ নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিপিএলে দল নিতে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।
 
        বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এর আগে এখন চলছে ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া। বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছে ১১টি প্রতিষ্ঠান। বিপিএল নির্বিঘ্ন আয়োজনের জন্য পুরো টুর্নামেন্টের দায়িত্ব দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে।
 
        চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে আর নবায়ন করেনি। সেই থেকেই নতুন প্রধান কোচের সন্ধানে ছিল আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সাবেক অধিনায়ক ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনায়।
 
        পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আসছে বড় পরিবর্তন। টুর্নামেন্টের একাদশ আসরের আগে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নিলাম আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ২০২৬ সাল থেকে লিগে দলের সংখ্যা ছয় থেকে বেড়ে আট হবে। এমনটাই নিশ্চিত করেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির।
 
        সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির আগামী আসরে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন নিকোলাস পুরান। সাউথ আফ্রিকায় যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন এমআই এমিরেটসের হয়ে খেলবেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিনিয়োগ করলেও লাভবান হয়ে উঠতে পারে না ফ্র্যাঞ্চাইজিরা। লোকসান কমাতে কয়েক মৌসুম পরই বিপিএল থেকে সরে যায় প্রতিষ্ঠানগুলো। কয়েক মৌসুম পর পরই তাই নতুন মালিকানা খুঁজতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নতুন মালিকানা এসেই বদলে ফেলেন ফ্র্যাঞ্চাইজির পুরনো নাম। তবে এসবের সুযোগ থাকছে না আর। আগামী বিপিএল থেকে কোনো দলের নাম পরিবর্তন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। সেই সাথে সবগুলো দলের নাম ঠিক করে দেবে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন শাখাওয়াত হোসেন।
 
        আবু ধাবি টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার দল পেয়েছেন ড্রাফট থেকে। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে সাইফ হাসান এবং পেসার নাহিদ রানা খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। আগামী ১৮ নভেম্বর পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের আগামী আসরের। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ নভেম্বর।
 
        প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার মাস দুয়েক পর বিপিএলের স্পট ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদনও হাতে পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেও অভিযুক্ত কারও নাম সামনে আনেনি বাংলাদেশ ক্রিকেটট বোর্ড (বিসিবি)। এমনকি কেউ নির্দিষ্ট কোনো অভিযোগেও প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনায় তাদের নাম প্রকাশ্যে আনবে না তারা। বরং ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে খেলা থেকে বিরত রাখা হবে।
 
        বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে থাকলেও অনেকেই অনেক সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকেছেন ঘনিষ্ঠভাবে। বিশেষ করে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকাকালীন এসব বিষয়কে তোয়াক্কাই করা হয়নি।
 
        আগষ্টের শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিংয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন স্বাধীন তদন্ত কমিটির পর্যবেক্ষণ শেষে সেপ্টেস্বরের শেষে বিসিবি সভাপতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা ছিল। তবে প্রায় মাসখানেক দেরিতে সেটা হাতে পেয়েছে দেশের ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
 
        বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করার শেষ সময় ছিল ২৮ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদন পত্র জমা নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিলর। শেষ পর্যন্ত পাঁচ বছরের জন্য বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১১টি প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।