পিএসএলে সাইফ-তানজিদদের যে দলই নেবে তারাই লাভবান হবে: বাসিত

বাংলাদেশ
পিএসএলে সাইফ-তানজিদদের যে দলই নেবে তারাই লাভবান হবে: বাসিত
তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলংকার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ভুমিকা রাখেন সাইফ হাসান। ক্রিকেট বোদ্ধাদের বন্দনা মিলেছিল অনেক, নুয়ান থুসারাকে ফ্লিকে ছক্কা হাকানোর শটটি দেখে তার ভক্ত বনে গিয়েছিলেন অনেকেই। আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমাদৃত হয়েছিল সাইফের সেই ইনিংস।

টাইগার এই ওপেনার ভারতের বিপক্ষে ম্যাচেও খেলেন আরেকটি দারুণ ইনিংস। পাঁচটি ছক্কা ও তিনটি চারে করেছেন ৬৯ রান। এশিয়া কাপে ৩ ম্যাচে প্রায় ৫৩ গড়ে এই ব্যাটারের রান এখন ১৬০। আর তাতেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।

সুপার ফোরের খেলায় পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাইফকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। সাইফ এবং আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকানো আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার সম্ভাবনা দেখছেন তিনি।

বাসিত বলেন, 'আইপিএল আর পিএসএল পরের বছরও একসাথেই হবে। যদি তানজিদ আর সাইফ আইপিএলে না যায়, তাদের সুযোগ কম। কারণ, আইপিএলের দলগুলো আজকাল বাংলাদেশের খেলোয়াড়দের নিচ্ছে না। তাই পিএসএলে যে-ই তাদের নেবে, তারা খুব লাভজনক খেলোয়াড় হবে।'

অবশ্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টাইগারদের পিছিয়েই রাখছেন বাসিত। পাকিস্তানের পক্ষে তার প্রেডিকশন ৭০ শতাংশ আর বাংলাদেশের পক্ষে ৩০ শতাংশ। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে শ্রীলংকার বিপক্ষে যেভাবে লিটন দাসের দল খেলেছে সেভাবেই খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। আর বাংলাদেশের নতুন বলে বোলারদের প্রশংসাও করেছেন বাসিত।

তিনি আরো বলেন, 'বাংলাদেশের নতুন বলের বোলাররা খারাপ নয়। আমি ৭০% পাকিস্তানের পক্ষে আর ৩০% বাংলাদেশের পক্ষে বলব। যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে খেলেছে, সেভাবে খেলে, তাহলে তারা সুবিধা পেতে পারে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ একদম আলাদা হবে, কারণ এটা ডু-অর-ডাই ম্যাচ।'

ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনেই আবার পাকিস্তান ম্যাচ। তাই টাইগাররা ক্লান্ত থাকবেন এমনটাই জানিয়েছেন বাসিত। তবে শুভেচ্ছা জানিয়েছেন দু দলকেই।

'বাংলাদেশ আজকেও ম্যাচ খেলেছে, কালকেও খেলবে। তাই আমার মনে হয়, কিছুটা ক্লান্তি তো থাকবেই। কিন্তু শুনছি আবহাওয়া আগের থেকে ভালো হয়েছে। আমি পাকিস্তান আর বাংলাদেশ উভয়কেই শুভেচ্ছা জানাব।'

আসরে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শ্রীলঙ্কাও বাদ পড়েছে এরই মাঝে। তাই থাকছে না রানরেটের কোনো সমীকরণ। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের জয়ী দলই খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।

আরো পড়ুন: সাইফ হাসান