আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের দুজন পার্টটাইম স্পিনার শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান মিলে চার ওভারে দেন ৫৫ রান। যদিও বাংলাদেশ ম্যাচটি আট রানে জিতে, তবে সমালোচিত হয় লিটন দাসের এমন সিদ্ধান্ত।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ভারতের সাবেক টেস্ট ওপেনার জাফরের চাওয়া একাদশে ফিরুক শেখ মেহেদী। নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে শেখ মেহেদীকে একাদশে নেয়ার পক্ষে তিনি।
জাফর বলেন, 'শ্রীলঙ্কায় এতজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় তাদের মেহেদী হাসানকে নেয়া উচিত এবং ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। মেহেদী হাসান নিজেও একজন দারুণ ব্যাটসম্যান, তাই তাকে প্রথম বা দ্বিতীয় ম্যাচে পাঁচ নম্বরে উন্নীত করা হয়েছিল, তাই সে ব্যাট করতে পারে। আমি জানি না কার জায়গায়, সম্ভবত নুরুল হাসানের সাথে কারণ সে আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি।'
'একটি কোয়ালিটি দলের বিরুদ্ধে বাংলাদেশের একজন পঞ্চম বোলার দরকার। গত ম্যাচে একটি বড় ফাঁক ছিল। তারা সেই ম্যাচটি জিততে পেরেছিল কারণ দুজন স্পিনারই সেই ম্যাচে ভালো বল করেছিল কিন্তু এটি আবার ঘটবে না। তাই আমি মনে করি তাদের এটি শক্তিশালী করতে হবে।'
আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করেছিলেন নাসুম আহমেদ। চার ওভারে ১১ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেন এই স্পিনার। শ্রীলঙ্কার বিপক্ষেও তাকে দলে চান জাফর।
তিনি বলেন, 'দুবাই একটি বড় মাঠ, আমরা দেখেছি বাঁ-হাতি স্পিনাররা বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে উইকেট নিচ্ছে, তাই নাসুমকে বাদ দেয়ার কোনো মানে হয় না। সে ভালো বল করেছে, সে এত উজ্জ্বল একটি ম্যাচের পরে ফিরে এসেছে।'