‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’

বাংলাদেশ
‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’
জাকের আলী অনিক, এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি অভিষেক শর্মা। ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলের লাগালও পেয়েছিলেন জাকের আলী অনিক। তবে বলটা গ্লাভসে নিতে পারেননি বাংলাদেশের উইকেটকিপার। সেই সময় ৭ রানে ব্যাটিং করছিলেন অভিষেক। জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ঝড় তুলেন বাঁহাতি এই ওপেনার।

মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদরা যেন বল ফেলার জায়গা পাচ্ছিলেন না। জীবন পেয়েছেন, সুযোগটা লুফেও নিয়েছেন। রান আউট হয়ে ফেরার আগে ঝড়ো ব্যাটিংয়ে ৫ ছক্কা ও ৬ চারে ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন অভিষেক। বাঁহাতি ওপেনারের বাইরে শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বিশ রানের কোটা পার করেছেন। ম্যাচ শেষ জাকেরের কাছে জানতে চাওয়া হয় ওই ক্যাচ মিসই কী ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে কিনা।

বাংলাদেশের অধিনায়ক অকপটে স্বীকারও করে নিয়েছেন। জাকের বলেন, ‘আপনি বলতে পারেন। কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’ জাকেরের মতো আতহার আলীও মনে করেন ওই ক্যাচেই সর্বনাশ হয়ে গেছে। বাংলাদেশের সাবেক ক্রিকেটারের কাছে ওইটাই ম্যাচের মোড় ঘুরানো মুহূর্ত।

ম্যাচ শেষে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আতহার বলেন, ‘আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। আসলে শুরুতেই জাকের আলীর হাতে যে ৭ রানে ক্যাচটি হাতছাড়া হয়েছিল। আমি মনে করি সেটাই ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জিং মুহূর্ত।’

ভারতের কাছে হারলেও এখনো এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে পাকিস্তানের সমান একটি জয় পেয়েছে বাংলাদেশও। ২৫ সেপ্টেম্বর তাদের বিপক্ষেই খেলবেন লিটন দাসরা। ভারত ফাইনালে উঠার পাশাপাশি দুই ম্যাচ হেরে ছিটকে গেছে শ্রীলঙ্কা। যার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি এখন লিখিত সেমিফাইনাল। ওই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে জায়গা করে নেবে।

আতহারের বিশ্বাস বাংলাদেশ ফাইনালে খেলবে। তিনি বলেন, ‘ফাইনালে খেলার ব্যাপারে অবশ্যই আমরা আশাবাদী। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছেন সবশেষ সিরিজ থেকে। গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আতহার মনে করেন, সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ছেলেরা মাঠে নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।

আতহার বলেন, ‘আমি মনে করি—বাংলাদেশ গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে যে খেলা খেলেছে, সেটা আমরা সবাই জানি, আপনারাও জানেন, দর্শকরাও জানেন—আমরা কিন্তু ২–১ ব্যবধানে সিরিজ জয় করেছিলাম। আশা করি সেই আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল (২৫ সেপ্টেম্বর) নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

আরো পড়ুন: বাংলাদেশ