ভারতের বিপক্ষে প্ল্যান 'বি' নিয়ে মাঠে নামার পরামর্শ আকরামের

আন্তর্জাতিক
ভারতের বিপক্ষে প্ল্যান 'বি' নিয়ে মাঠে নামার পরামর্শ আকরামের
শাহীন শাহ আফ্রিদি ও ওয়াসিম আকরাম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বল হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শাহীন শাহ আফ্রিদির। চলমান এশিয়া কাপে ৩ ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই পেসার। তিনি বল হাতে বিবর্ণ ছিলেন ভারতের বিপক্ষেও। ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আফ্রিদির রাখতে হবে বড় ভূমিকা।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে সফল হতে আফ্রিদিকে প্ল্যান 'বি' নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। সনি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম জানিয়েছেন ভারতের বিপক্ষে আফ্রিদিকে পাওয়ার প্লেতেই বোলিং করানো উচিত।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'আমি এটাই চাই যে, শাহীন আফ্রিদি শুরুতেই করুক (প্রতিপক্ষকে ঘায়েল করুক)। কারণ এখন পুরো বিশ্ব জানে ওর (শাহীনের) পরিকল্পনা কি। তারা মনে করে, 'ঠিক আছে, ও প্রথমেই ইয়র্কার করবে। তাই আফ্রিদির অবশ্যই একটা 'প্ল্যান বি' থাকতে হবে। এই লেন্থেই ওকে বল করতে হবে।'

পাকিস্তানের হয়ে অধিকাংশ ম্যাচেই বল হাতে ইনিংস শুরু করেন আফ্রিদি। তাই ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে আফ্রিদির উইকেট পাওয়াটা পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ধরাবাঁধা বোলিংয়ের বাইরে গিয়ে এই পেসারকে নতুন কিছু করার জন্য পরামর্শ দিয়েছেন ওয়াসিম। আর ওভারে একাধিক ইয়র্কার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ওয়াসিম যোগ করেন, 'আমি এক-আধটা ইয়র্কারে সমস্যা দেখি না, কিন্তু টানা দুই-তিনটা দেয়া উচিৎ না। কারণ যদি একটাও মিস করে, বাইরে মাত্র দুইজন ফিল্ডার থাকায় সেটি বাউন্ডারিতে চলে যাবে। এতে সে নিজেকেই চাপে ফেলে দেয়। আমি জানি, সে নিজেকে আক্রমণাত্মক ভাবছে আর উইকেট খুঁজছে। কিন্তু একাধিক লেন্থে বল করাই ভালো। একটি ইয়র্কার দেয়া যেতে পারে। তবে একেবারে শুরুতে নয়, আর প্রত্যেক বলেও নয়।'

আরো পড়ুন: শাহীন শাহ আফ্রিদি