
নিজেদের মাঠে ‘নিষিদ্ধ’ হতে পারে কোহলির বেঙ্গালুরু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘিরে বিপদ যেন থামছেই না। ৪ জুন আইপিএলের শিরোপা উদ্যাপনের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু এবং অন্তত ৭০ জন আহত হওয়ার ঘটনায় দলটির বিপক্ষে অভিযোগ এনেছে কর্ণাটক রাজ্য সরকার। গ্রেপ্তার করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির বিপণনপ্রধান নিখিল সোসালেকে। এমনকি দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।