আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই: ব্রুক

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই ব্রুক
ইংল্যান্ডের জার্সিতে হ্যারি ব্রুক, ইসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৫ আইপিএলের নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি হুট করে নিজের নাম সরিয়ে নেন।

এ কারণে আইপিএল থেকে এই ইংলিশ ব্যাটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে টুর্নামেন্টটির আয়োজকরা। যদিও এ নিয়ে কোনো অনুশোচনা নেই ব্রুকের।

যখন আইপিএল চলছিল তখন তিনি দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। খেলছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৯৯ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন এই ইংলিশ ব্যাটার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও আইপিএলে খেলার ইচ্ছের কথা জানিয়েছেন ব্রুক। আইপিএলকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে মূল্যায়ন করেন ব্রুক। যেখানে খেলে থাকেন বিশ্বের সেরা সব ক্রিকেটাররা। তবে বর্তমান মনোযোগ ইংল্যান্ডের হয়ে খেলাই। সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রুক।

এই ইংলিশ ব্যাটার বলেছেন, 'এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আইপিএল একটি অসাধারণ টুর্নামেন্ট। এটি কঠিন ক্রিকেট, বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়রা এখানে খেলে। অনেক দর্শক থাকে এবং পরিবেশ চমৎকার।'

ব্রুক আরও বলেন, 'এটি বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভবিষ্যতে আমি আইপিএলে খেলার জন্য আগ্রহী, কিন্তু আপাতত মনোযোগ ইংল্যান্ডের দায়িত্বের উপর।'

আরো পড়ুন: আইপিএল