promotional_ad

আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট, আবারও আমি ফিরতে চাই: ব্রুক

ইংল্যান্ডের জার্সিতে হ্যারি ব্রুক, ইসিবি
২০২৫ আইপিএলের নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগে তিনি হুট করে নিজের নাম সরিয়ে নেন। এ কারণে আইপিএল থেকে এই ইংলিশ ব্যাটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষোণা করেছে টুর্নামেন্টটির আয়োজকরা।

promotional_ad

যদিও এ নিয়ে কোনো অনুশোচনা নেই ব্রুকের। যখন আইপিএল চলছিল তখন তিনি দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। খেলছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৯৯ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন এই ইংলিশ ব্যাটার।


আরো পড়ুন

বেঙ্গালুরু ট্র্যাজেডি: আইপিএল শিরোপা-উদযাপনের নিয়ম বেঁধে দিচ্ছে বিসিসিআই

২২ জুন ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও আইপিএলে খেলার ইচ্ছের কথা জানিয়েছেন ব্রুক। আইপিএলকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে মূল্যায়ন করেন ব্রুক। যেখানে খেলে থাকেন বিশ্বের সেরা সব ক্রিকেটাররা। তবে বর্তমান মনোযোগ ইংল্যান্ডের হয়ে খেলাই। সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রুক।


promotional_ad

এই ইংলিশ ব্যাটার বলেছেন, 'এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আইপিএল একটি অসাধারণ টুর্নামেন্ট। এটি কঠিন ক্রিকেট, বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়রা এখানে খেলে। অনেক দর্শক থাকে এবং পরিবেশ চমৎকার। এটি বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভবিষ্যতে আমি আইপিএলে খেলার জন্য আগ্রহী, কিন্তু আপাতত মনোযোগ ইংল্যান্ডের দায়িত্বের উপর।'


আরো পড়ুন

ব্রুকের সেঞ্চুরি মিসের দিনে বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড

২৩ জুন ২৫
এক রানের জন্য হ্যারি ব্রুক সেঞ্চুরি করতে পারেননি, বিসিসিআই

আগামী ২ জুলাই বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে আশাবাদী ব্রুক। তবে তৃতীয় দিনের পর থেকে উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে আশাবাদী তিনি।


তিনি বলেন, 'ঐতিহাসিকভাবে এজবাস্টনের উইকেট বরাবরই ফ্ল্যাট থাকে। এখানে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে। এটা সাধারণত ইংলিশ কন্ডিশনে পিচ কেমন হয় সেরকমই হবে। যদি এখানে স্পিন ধরে এবং আমি ধারণা করছি তিন দিনের পর স্পিন কার্যকর হবে, চতুর্থ দিন বা পঞ্চম দিনে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball